কিভাবে আপনার ব্লগার ব্লগ এর .IN কে .COM এ পরিবর্তন করবেন দেখে নিন

বন্ধুরা সবাই ভাল আছেন আশাকরি ভাল থাকলেই আমি খুশি । যাই হক আজকে আমি আপনাদের খুব কাজের একটি জিনিস শেয়ার করবো আমার টাটেল দেখে আবার ভেবে বসবেন না যে আমি শুধু .COM
নিয়ে পোস্ট করছি একেবারে না । আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে WWW.আপনার ব্লগ.BLOGSPOT.IN কে WWW.আপনার ব্লগ.BLOGSPOT.COM এ পরিবর্তন করবেন । আশাকরি বিষয়টি এতক্ষণে বুঝেগেছেন । কাজটা খুব একটা কঠিন না শুধু আমার নীচের টিপস টি একটু লক্ষ করুন তাহলেই আপনার কাজ হয়ে যাবে।
undefined
LIVE DEMO

---->>  কিভাবে কাজটি করবেন দেখে নিন !

১) আপনার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করে Edit HTML এ ক্লিক করুন ।
২) এবার আপনার কীবোর্ড এর Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজে বের করুন ।
</head>
৩) উপরের কোডটি খুজে পেলে তার ঠিক উপরে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
<script type="text/javascript"> var blog = document.location.hostname; var slug = document.location.pathname; var ctld = blog.substr(blog.lastIndexOf(".")); if (ctld != ".com") { var ncr = "http://" + blog.substr(0, blog.indexOf(".")); ncr += ".blogspot.com/ncr" + slug; window.location.replace(ncr); } </script>

৪) এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । ব্যাস হয়ে গেল কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর দেখুন .IN .COM হয়ে গেছে ।
==>> তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দ্যাখা হবে নতুন কিছু নিয়ে কোন সমস্যা হলে জানাবেন । আল্লাহ্‌ হাফেজ ।