বাংলাদেশে 3G কাভারেজ খুবই সীমিত। যাহোক, আপনি চাইলে ৫১২ kbps Speed পেতে পারেন 2G তেও! কিভাবে? তাহলে শুরু করা যাক ...
কেন Speed বাড়ানো প্রয়োজন :
- Fast Web Browsing
- Torrent File Download
- IDM Download
যা যা লাগবেঃ
- ২ টি internet connection ( 256kbps + 256kbps ), হতে পারে BL+ BL অথবা BL+GP অথবা BL + ROBI অথবা আপনার যেটা ভাল লাগে। Note : আপনি একাধিক internet connection ব্যবহার করতে পারেন, হতে পারে সেটি 2G অথবা 3G অথবা BROADBAND অথবা অন্য কোন। তবে আমার post টি 2G নিয়ে, তাই আপাতত ২ টি 2G connection হলেই চলবে। আপনি ১ টি connection Mobile দিয়ে, এবং অন্য টি Modem দিয়ে করতে পারেন।
- ২ টি connection কে এক করার জন্য Load Balancing Software ( এখান থেকে Download করুন Full Version Free – MediaFire )
খরচ:
- আমি মনে করি, আপনার একটি GP or BL Modem আছে, এবং আপনি Android or Nokia SmartPhone ব্যাবহার করেন যা দিয়ে PC তে internet connection দেয়া যাবে।
- BL Unlimited ৭৫০ টাকা + BL Night Time Unlimited ৩৫০ টাকা = ১১০০ টাকা । Note: রাতে Download করার জন্য এটা কম খরচে নিতে পারেন। GP বেশি খরচ পরবে, এবং MB কম পাবেন।
- Try করার জন্য 20MB + 20MB নিতে পারেন।
কিভাবে:
- Load Balancing Software টি install কারুন ( এখান থেকে Download করুন Full Version Free – MediaFire ) ।
- Activator দিয়ে Active করুন। Note : instruction দেয়া আছে install.txt file এ ।
- Mobile এবং Modem দিয়ে PC তে internet connection দিন।
- Install করা Connectify Dispatch APP টি Open করুন এবং Start Dispatch এ Click করুন
- এখন IDM দিয়ে File Download করে দেখুন।