How to Disconnect Another Computer From Wi-Fi

Virtually all ISPs impose some type of bandwidth
limit or restriction. While the bandwidth amount
allotted by most ISPs is adequate for normal
surfing, it's relatively easy to go over the limit if
you or others in the office watch online videos,
stream music often or perform other bandwidth-
intensive tasks. If there is someone on your
business network using too much bandwidth, or
if you have an uninvited user connecting to your
Wi-Fi, you can disconnect his or her computer or
device in the router control panel.

Step 1
Open your Web browser. Enter the IP address of
the control panel login page for the network
router. The IP address used for accessing the
router varies by manufacturer. However, the IP
address is usually "192.168.0.1,"
"192.168.1.100" or something similar. If you
don’t know the IP address for your router, refer
to the user guide or manual.
Step 2
Enter the administrator username and password
for the network router. If you did not change the
default password, you can find the login
credentials in the router user guide or manual. If
you did change the default login credentials,
enter them in the appropriate fields. Click the
"Sign In" or "Log In" button.
Related Reading: Introduction to Wi-Fi
Technology
Step 3
Click the "Attached Devices," "Connected
Devices," "Status" or other similarly named link
or tab in the router control panel. A list of
connected computers, smartphones and other
Wi-Fi-capable devices appears in the list.
Step 4
Locate and click the network computer name of
the computer that you want to disconnect.
Alternatively, click the name of the unrecognized
computer using your Wi-Fi network. Click the
"Ban," "Disconnect" or other similar link or
button to disconnect the computer from the Wi-
Fi network.

Things Needed
Router user guide or manual
Tips
Not all routers have a "Ban" or "Disconnect"
feature in the connected devices list. Moreover,
using the Ban or Disconnect button does not
prohibit the computer from just reconnecting to
the Wi-Fi router after you kick them from it.
If you want to block access to a computer
permanently, use the "Ban MAC Address," "Ban
Network Name" or other similar feature in the
Advanced or Security section of your router's
control panel. If you notice an unknown computer
or device in the Connected Devices or other
similar list, note its MAC address, then enter it in
the list of banned devices on the Advanced or
Security page of the router control panel.
You can keep unknown computers from
accessing your Wi-Fi network by enabling
encryption in the Security section of the control
panel. Create a wireless key or password that
authorized users can enter on their computers
before being able to connect to the network or
surf the Internet through the wireless router.
Additionally, change the SSID name to something
difficult to guess but easy to remember. Turn off
the SSID Broadcast feature in the Security
section of the control panel to prevent
unauthorized users from detecting your wireless
network.

How to Install a Graphic Card's Driver Without Original Disk

Run DirectX Diagnostic Tool



DirectX Diagnostic Tool helps you troubleshoot issues with the DirectX suite of multimedia technologies that come with Windows. If you're having trouble getting game animation or a movie to run properly, you should run DirectX Diagnostic Tool to try to find the source of the problem.

To run DirectX Diagnostic Tool

  • Open DirectX Diagnostic Tool by clicking the Start button Picture of the Start button, typing dxdiag in the Search box, and then pressing ENTER.
Install a Graphic Card's Driver Without Original Disk Step 1.jpg
1
Figure out what is the brand of your graphics card. It could be AMD or Nvidia or any other. After figuring out, note down your model name (if you find it) on a piece of paper with the brand. This will help you remember it.

Android স্মাটফোন এর ভাইরাস থেকে মুক্তির উপায়

Android মোবাইলের জন্য ভাইরাস খুবই
বিপজ্জনক । অনেক দরকারি ডাটা নষ্ট
হয়ে যায় ভাইরাসের কারনে ।
মোবাইল কে ভাইরাস মুক্ত রাখতে যা
যা করণীয় -------
১-- সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল দামী
এবং ভাল ব্র্যান্ডের মেমোরী কার্ড
ব্যাবহার করা ৷ তাইলেই অর্ধেক কাজ
শেষ ।
২-- একটি ভাল antivirus software ব্যাবহার
করা ৷
৩-- কখনই না চেক করে অন্য মোবাইলের
মেমোরী কার্ড ব্যাবহার করবেন না ৷
৪-- পারতপক্ষে চাইনীজ মোবাইল
থেকে ফাইল নিবেন না ৷ তবে,
Symphony, Walton এগুলোর প্রটেকশন
সিস্টেম এখন উন্নত । তাই বেশি সমস্যা
হবে না ।
৫-- একই মোবাইলে কখনই Change করে
করে দুই মেমোরী কার্ড ব্যাবহার
করবেন না ৷
৬-- Android মোবাইলের নিজস্ব স্টোর
থেকে গেমস অথবা সফ্টওয়্যার
ডাউনলোড করুন ৷
৭-- ব্যাবহার করেন না এ ধরনের ফাইল
মেমোরী কার্ডে রাখবেন না ৷
৮-- মাসে একবার হলেও কম্পিউটারের
সাহায্যে ভাল আপডেটেড antivirus
software দিয়ে মেমোরী কার্ড স্ক্যান
করুন ৷
৯-- সপ্তাহে একবার মেমোরী কার্ডের
Disc Defragment করুন ৷
১০-- আজেবাজে website এ প্রবেশ করবেন
না ৷ মোবাইল এর প্রোটেকশন সিস্টেম
অন রাখলেই এই ধরনের সাইটে প্রবেশ
করবে না ৷
পোস্টটি সবারই কাজে আসবে আশা
করি ।
পোস্টি প্রয়োজনীয় মনে হলে শেয়ার
করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে
দিন ৷ "ধন্যবাদ সবাইকে"

হ্যাকিং যদি হয় পানির মত সোজা

গোপনে কারো পাসওয়ার্ড
জেনে ফেলার
থেকে মজার কিছু হয় না
মানুষ যতদিন ধরে একাউন্ট
রেজিস্ট্রেশন
করা শিখছে,ততদিন ধরেই একাউন্ট
হ্যাক করার
ইচ্ছা পোষন করছে।
আর সেই হ্যাকিং যদি হয় পানির
মত সোজা,
তাহলে তো কোন কথাই নাই।
চলতে ফিরতে আড্ডা দিতে অনেক
সময়ই বন্ধু /
পাড়া প্রতিবেশির এন্ড্রয়েড
ফোন
হাতে চলে আসে,তো আসেন- ফুট
করে দেখে নেই
সেইসব ফোনের লগইন করা সকল
একাউন্টের
পাসওয়ার্ড।
এই কাজের জন্য আগে থেকে
ফোনে অবশ্যই
রিদ্মিক(Ridmik) কী-বোর্ড
ইন্সটল
করা থাকতে হবে ।
প্রথমেই ALL APPS থেকে রিদমিক
(Ridmik) কী-বোর্ড
ওপেন করুন।
এবার লেফট টাচ করে সেটিংস
অপশন থেকে Cur
Copy Paste Feature ইনেবল অথবা
মার্ক
করুন।
এবার যেই একাউন্ট হ্যাক করতে
চান
তাতে প্রবেশ করুন।
ধরলাম ফেসবুক হ্যাক করবেন।
আগে লগইন করা হয়েছে এরকম
কোন
ব্রাউসার
দিয়ে M.FACEBOOK.COM এ যান এবং
লগ আউট
করুন। [জিরো ফেসবুকেও হবে]
এবার পাসওয়ার্ড বক্সে কার্সর
এনে
কী-
বোর্ডের C বাটনে লং প্রেস করুন।
দেখবেন Text Copied লেখা আসছে।
এবার যেকোন ফাকা জায়গায়
কপি করা লেখা Paste করুন।
দেখবেন পাসওয়ার্ড দেখা
যাচ্ছে
দেখলেন হ্যাকিং এখন কত্ত
সোজা?
তো আর দেরী কি? ট্রাই করতে
বসে যান

এখন youtube থেকে আপনি ছোট/বড় যেকোন ভিডিও/অডিও file খুব সহজেই download করুন

এখন youtube থেকে আপনি
ছোট/বড় যেকোন
ভিডিও/অডিও file
খুব সহজেই download
করুন।
* প্রথমে m.youtube.com এ যান
* যেকোন 1টি ভিডিও সার্চ করুন।
* যে ভিডিও টি ডাউনলোড
করতে চান,
সেটি তে ক্লিক করুন
* তারপর UC/OPERAR Menu থেকে
URL-বক্সের লিংক টি থেকে (m.)
কেটে
10 বা ss লাগিয়ে Go/Refresh দিন
দেখবেন ডাউনলোড লেখা
আসবে,ওটাতে ক্লিক করুন
দেখবেন file টির বিভিন্ন
সাইজ এসেছে,
* এবার যে file টি দরকার নামিয়ে নিন।
এবার আসল কাজে আসি
অনেকেই আছেন Youtube
থেকে বড় বড় file ডাউনলোড
করতে পারে না, এমন কি
Google এ সার্চ দিলেও পাইনা...
বিশেষ করে এই সমস্যা
টা দেখা যায় যারা ফ্রী নেট
ব্যবহার করে তাদের ক্ষেত্রে হয়।
উপরে Youtube থেকে file ডাউনলোড
এর যে নিয়ম টা উল্লেখ আছে,
যদি/যখন কোন বড় file
ডাউনলোড এর জন্য ক্লিক
করবেন তখন file টাআসবে,
কিন্তু Save দিবেন না
ওই অবস্থায় লিংক টা Copy
করে নিন, Cancel করে
1টা NEW TAB করুন,মানে...
এই পাশ থেকে Minibize
করে ওই পাশে যান...
এরপর www.hideme.be
তে যান 1টা বক্স আসবে,
ওই পাশে Minibize করা যে
file টার লিংক Copy করেছিলেন ওটা এই
বক্সে Past করে Go দিন
দেখবেন file টা এসেছে
Save দিন ব্যাস ডাউনলোড শুরু।
বি'দ্র; ভুলেও ডাউনলোড অবস্থায়
file টা pause দিবেন না
তাহলে আর Resum হবে না..

Free net tips and trick By HASAN HK মেমোরি কার্ড ভালো রাখার কিছু টিপস

মেমোরি কার্ড ভালো রাখার
কিছু
টিপস •
সাধের Memory Card
যদি নষ্ট হয়ে যায়
এবং তাতে যদি গুরুত্বপূর্ন
ডাটা থাকে তাহলে কেমন
লাগে? আসুন
Memory card ভালো রাখার কিছু
টিপস জেনে নেইঃ
১)আপনার
মোবাইলে যতটুকু পরিমাণ
মেমোরি কার্ড সাপোর্ট করে তার
অর্ধেক পরিমাণ মেমোরি কার্ড
আপনার মোবাইলে ব্যাবহার
করুন।
২)মেমোরি কার্ডকে কখনই
পেনড্রাইভ
হিসেবে ব্যাবহার করবেন না।
৩) কার্ড
রিডার এর বদলে ডাটা ক্যাবল
ব্যাবহার করুন। কারন,
কার্ড রিডার
ব্যাবহার করলে মেমোরি কার্ডের
ওপর বেশি চাপ পরে।
৪)মোবাইলে একটানা বেশি সময়
ধরে গান শোনা অথবা ভিডিও
দেখা উচিত নয়। কারন,
এতে মেমোরি কার্ড ও
মোবাইলের
ব্যাটারি দুটির ওপরই বেশি
চাপ পড়ে।
৫) মেমোরি কার্ড ফরম্যাট
করার
প্রয়োজন হলে কম্পিউটারের
বদলে মোবাইল দিয়ে ফরম্যাট
করুন।
মনে রাখবেন, মোবাইলের
মেমোরি কার্ড শুধুমাত্র
মোবাইলের
জন্যই তৈরি করা হয়েছে।
এটাকে কম্পিউটারে ব্যাবহার
না করাই ভালো।

ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবা

এপ্রিলের ২১ তারিখে বাংলাদেশে
চালু হতে যাচ্ছে ফেসবুকের
বিনামূল্যের ইন্টারনেট সেবা।
ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট
সেবাদাতা
প্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ এই
সেবা দিতে যাচ্ছে।
২১শে এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে
ইন্টারনেট ডট অর্গ-এর এই প্রকল্পের
আনুষ্ঠানিক উদ্বোধন করবেন
ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল
(বিসিসি) ভবনে তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি (আইসিটি) বিভাগে
আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে
আরও উপস্থিত থাকবেন আইসিটি
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
এবং ফেসবুক ইন্ডিয়ার পরিচালক
আঁখি দাস।
বিনামূল্যের এই ইন্টারনেট ব্যবহার
করে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক,
উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবসাইট
বিনামূল্যে ব্রাউজ করা যাবে। ব্রাউজ
করার জন্য এসব সেবার অ্যাপ কিংবা
ওয়েব ব্রাউজার, দুটিই ব্যবহার করা
যাবে।
বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে
বিনামূল্যের ইন্টারনেট সেবা পৌঁছে
দিতে কাজ করছে ইন্টারনেট ডট অর্গ।
চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই
সেবা চালু করার পরিকল্পনা রয়েছে
সংস্থাটির।

Free Internet Download Manager 6.23 (IDM) লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে নিন আজীবনের জন্য। Without any ঝামেলা।

IDM বা Internet Download Manager এর কথা
সবাই জানি। কম্পিউটারের একমাত্র
এবং সবচেয়ে সেরা এই সফটওয়্যার।
কেননা IDM এর রয়েছে কিছু অভিনব
ফিচার। যা অতি সহজেই
ব্যবহারকারীদের আকৃষ্ট করে।
আমিও Internet Download Manager এর বিরাট
ফ্যান। তা আজকে আমি আপনাদের
সামনে IDM Crack ফাইল সহ শেয়ার করছি
এবং এটিই একমাত্র লেটেষ্ট
ভার্সন। এটা আজীবনের জন্য।
আপনাকে আর ডাউনলোড করার বা কী-
গান'র দরকার হবে না।
এই IDM নিয়ে টেকটিউনসে যতগুলো
টিউন হয়েছে তা হিসেব ছাড়া
সেগুলো কতটুকু কার্যকারি সেটা
জানি না। তবে আমার এই শেয়ার
অনেক কার্যকারী সেটা দাবি
করতে পারি। কেননা আমি নিজেও
ব্যবহার করছি সেটা। কোন সমস্যা
নেই। আপনি ডাউনলোড করে দেখতে
পারেন।
আপনি যদি গুগলে IDM Crack অথবা IDM
Serial লিখে সার্চ দেন তাহলে
হাজার হাজার ফলাফল পাবেন।
তারমধ্যে অনেক সফটওয়্যার আছে যা
কাজের। কিন্তু অনেক খুঁজতে হয়।
আবার অনেক Crack হওয়া সত্তেও কাজ
করে না। তাই আপনাদের কষ্ট কমিয়ে
দিতে আমি শেয়ার করছি সর্বশেষ ও
আজীবনের কী-গান সহ Internet Download
Manager 6.23 Build. এটি ব্যবহার করে
আপনি প্রিমিয়াম ফিচারগুলো
পাবেন
IDM এর যখন নতুন ভার্সন রিলিজ হবে
তখন আপনি যদি Quick আপডেট দেন
তাহলেও কাজ হবে। তারমানে
আপনাকে পুনরায় আর একটিভ করতে
হবে না এবং প্রতি নতুন ভার্সনের
জন্য কী-গান খুঁজতে হবে না।
Universal Crack দ্বারা এটি একটিভ করা
হবে বিধায় আর অতিরিক্ত
ঝামেলায় যেতে হবে না। তাহলে
চলুন কাজ শুরু করা যাক।
কিভাবে একক্টিভ করবেনঃ
প্রথমে লেটেষ্ট ভার্সন ডাউনলোড
করে ইন্সটল দিন।
যদি কোন এন্টিভাইরাস থাকে
তাহলে কিছু সময়ের জন্য সেটা বন্ধ
করুন।
IDM Universal Web Crack.exe এটা ডাউনলোড
করুন এবং ওপেন করুন।
তারপর IDM এর ডিরেক্টরি ফোল্ডার
সিলেক্ট করুন।
তারপর Crack বাটনে ক্লিক করুন এবং
কিছু সময় অপেক্ষা করুন।
তারপর IDM activated successfully! এরকম
একটি ম্যাসেজ আসবে।
ব্যস, কাজ শেষ। এবার আজীবনের জন্য
উপভোগ করুন।
স্কীনশর্টঃ
IDM Official Download [5.9MB] | Universal
Crack [3.0MB]
কোন সমস্যা হলে টিউনমেন্ট এ
জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে
থাকার জন্য।

COMPUTER এর মাদারবোর্ডের DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা নেই।দেখে নিন। যারা জানেনা তাদের জন্য।

এ টিউনে আপনাদের জন্য রয়েছে , COMPUTER এর
মাদারবোর্ডের DRIVER হারিয়েছেন,কোনো সমস্যা
নেই।দেখে নিন।যারা জানেনা তাদের জন্য।
সাধারণত COMPUTER কেনার সময় COMPUTER
এর সঙ্গে মাদারবোর্ডের একটি DRIVER SOFTWARE
সিডিতে ভরে দেওয়া হয়।
COMPUTER এর অপারেটিং সিস্টেম ইনস্টল করার
পর মাদারবোর্ডের সিডি ইনস্টল করতে হয় , তাহলে
সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে।
কিন্তু মাদারবোর্ডের সিডি যদি হারিয়ে যায় , তখন
অনেক সমসায় পড়তে হয়।
মাঝে মধ্যে একই কোম্পানির অন্য কোনো মাদার
বোর্ডের সিডি থেকে আলাদাভাবে সাউন্ড ,
গ্রাফিক্স ইত্যাদি SOFTWARE(Driver) ইনস্টল
করলে তখন সাউন্ড , গ্রাফিক্স ইত্যাদি আসে ,
তবে তা সব মাদারবোর্ডের ক্ষেত্রে নয়।
মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন বা
মাদারবোর্ডের নাম , মডেল নম্বর , সিরিয়াল নম্বর
ভুলে গেছেন?
তাহলে প্রথমে Start থেকে Run-এ ক্লিক করুন।
তারপর Run-এ WMIC লিখে Ok তে ক্লিক করুন।
প্রথমবারের মতো এই অপশনটি রান করলে লেখা
আসবে এটি ইনস্টল হচ্ছে।
ইনস্টল হওয়ার পর Command Prompt টিতে লেখা
আসবে wmic:root\cli> এখন মাদারবোর্ডের তথ্যের
জন্য baseboard লিখে কিবোর্ড থেকে এন্টার চাপুন।
তাহলে আপনার COMPUTER এর মাদারবোর্ডের
সিডির মডেল নম্বর , সিরিয়াল নম্বর ইত্যাদি
জানতে পারবেন।
এখন ওই মাদারবোর্ডের নাম এবং মডেল নম্বর
লিখে গুগলে সার্চ দিলেই সেই মাদারবোর্ডের
SOFTWARE পেয়ে যাবেন।