‘আসসালামু আলাইকুম ওয়া
রহমাতুল্লাহ’
আমি জানিনা এ টিউন
টি আগে হয়েছে কিনা
যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে
দিবেন, তবে যারা জানেনা তাদের
জন্য এ টিউন টি করছি
আজকাল বাজারে অপটিক্যাল ড্রাইভ
ছাড়া প্রচুর নোটবুক পিসি পাওয়া যায়।
এসব নোটবুকে USB পেন ড্রাইভ থেকে
অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়।
এছাড়া ও ল্যাপটপ অথবা ডেস্কটপের
অপটিক্যাল ড্রাইভ নস্ট থাকলে তখন
ইউএসবি পেন ড্রাইভের সাহায্যে
অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়।
আজ আপনাদের শেখাব USB পেন ড্রাইভ
থেকে Windows 7 ইনস্টলের পদ্ধতি।
নিচে ধাপে ধাপে তা আলোচনা
করা হল-
পেনড্রাইভ পার্টিশন এবং ফরম্যাট করা:
Windows 7 এর বুটেবল ইউএসবি পেন ড্রাইভ
তৈরী করার জন্য ৮জিবির পেন ড্রাইভই
আদর্শ। ৪জিবি দিয়ে ও হয়, তবে
বাজারে যেসব পেন ড্রাইভ পাওয়া
যায় তাদের বেশিরভাগের গায়ে
ক্যাপাসিটি যা লেখা থাকে
প্রকৃতপক্ষে তার চাইতে অনেক কম
থাকে। তাই সব ৪জিবির পেন ড্রাইভ
দিয়ে না ও হতে পারে। বুটেবল করার
জন্য পেন ড্রাইভটিকে বিশেষভাবে
পার্টিশন এবং ফরম্যাট করতে হবে। এই
কাজের জন্য Windows 7 অপারেটিং
সিস্টেমের পিসি ব্যবহার করাটাই
উত্তম।
১. পেন ড্রাইভটি USB পোর্টে সংযোগ
দিন। দরকারি কিছু থাকলে তা
ব্যাকআপ রাখুন। কারণ পেন ড্রাইভের সব
ডাটা মুছে যাবে।
২. Start Menu -> Search বক্সে cmd লিখলে
উপরে cmd নামে একটা সার্চ রেজাল্ট
পাবেন।
৩. Ctrl+Shift+Enter চাপুন অথবা cmd এর উপর
রাইট ক্লিক করে Run as Administrator এ
ক্লিক করুন।
৪. উইন্ডোজের একটা ওয়ার্নিং আসবে
yes ক্লিক করুন। কমান্ড প্রম্পট চালু হবে।
৫. কমান্ড প্রম্পটে বাই ডিফল্ট c:\Windows
\system32 লোকেশন থাকবে। diskpart
লিখে এন্টার দিন। DISKPART> প্রম্পট
দেখাবে।
৬. list disk লিখে এন্টার দিন। আপনার
কম্পিউটারে সংযুক্ত সব ডিস্কের
তালিকা Disk 0, Disk 1 এইভাবে
দেখাবে। আপনার পেন ড্রাইভটি কত
নাম্বারে দেখাচ্ছে তা নোট করে
নিন। ডিস্কের সাইজ দেখে সহজেই
বুঝতে পারবেন কোনটি পেন ড্রাইভ।
৭. একে একে নিচের প্রতিটি কমান্ড
টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন
সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট
হয়)-
Select Disk # (# এর পরিবর্তে ৬ নং ধাপে
পাওয়া আপনার পেন ড্রাইভের
নাম্বারটি হবে)
Clean
Create Partition Primary
Select Partition 1
Active
Format FS=NTFS
Assign
Exit
৮. কমান্ড প্রম্পট বন্ধ করবেন না
মিনিমাইজ করে রাখুন।
পেন ড্রাইভকে বুটেবল করা:
১. Windows 7 এর সেটাপ ডিস্ক পিসির
অপটিক্যাল ড্রাইভে প্রবেশ করান। মাই
কম্পিউটারে প্রবেশ করে দেখুন ইউএসবি
পেন ড্রাইভটিকে কোন ড্রাইভ লেটার
দেখাচ্ছে। নোট করে রাখুন।
২. ডেস্কটপে Windows 7 নামে একটা
ফোল্ডার তৈরী করুন। Windows 7 এর
সেটাপ ডিস্কের সব কিছু এই
ফোল্ডারে কপি করুন।
৩. কমান্ড প্রম্পট ম্যাক্সিমাইজ করুন। একে
একে নিচের প্রতিটি কমান্ড টাইপ
করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব
কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট
হয়)-
CD "C:\Users\আপনার ইউজারনেম\Desktop
\Windows 7\"
CD Boot
Bootsect.exe /nt60 X: (এখানে X এর
পরিবর্তে ১ নং ধাপে পাওয়া আপনার
পেন ড্রাইভের ড্রাইভ লেটারটি হবে)
Windows 7 এর বুটেবল ইউএসবি তৈরী:
১. ডেস্কটপে তৈরী করা Windows 7
ফোল্ডারের ভেতর প্রবেশ করে সবকিছু
কপি করে মাই কম্পিউটারে প্রবেশ করে
পেন ড্রাইভে প্রবেশ করে পেস্ট করুন।
কপি হয়ে গেলেই আপনার কাজ শেষ।
এখন এই পেন ড্রাইভের সাহায্যে আপনি
Windows 7 ইনস্টল করতে পারবেন।
সেটাপের জন্য আপনার পিসি অথবা
ল্যাপটপকে ইউএসবি থেকে বুট করাতে
হবে।
Windows 7 ইনস্টল করুন USB পেন ড্রাইভ থেকে
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)